করোনায় বেঁচে থাকার গল্পে অর্ষা

বিনোদন ডেস্ক জুলাই ১৩, ২০২০, ০২:০০ পিএম
নাজিয়া হক অর্ষা

ঢাকা: মহামারি করোনায় কঠিন সময় পার করছে দেশের মানুষ। বেঁচে থাকার প্রশ্নে এখন করোনাভাইরাসের বিরুদ্ধে সবাই যার যার মতো লড়াই করছে। তবে বাস্তবতা হলো এমন কঠিন সময়ে সবচেয়ে বেশি কষ্টে আছেন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। আর সেই মধ্যবিত্তের টিকে থাকার লড়াইয়ের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেঁচে থাকার গল্প’। 

গতকাল (রোববার) রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শ্যামল শিশিরের চিত্রনাট্য ও আলোক হাসানের পরিচালনায় নির্মিতব্য এই চলচ্চিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা নাজিয়া হক অর্ষা। তাছাড়াও বিভিন্ন চরিত্র রয়েছেন এফএস নাঈম, শিশুশিল্পি ঝিলিকসহ অনেকেই।

এ প্রসঙ্গে অর্ষা বলেন, করোনাকালে মধ্যবিত্তের সাথে ঘটে যাওয়া বা ঘটতে থাকা বাস্তবতার চিত্র ফুটে উঠবে ‘বেঁচে থাকার গল্প’ ছবিটিতে। এটি দেখতে দেখতে দর্শক নিজেকে খুঁজে পাবেন চরিত্রগুলোতে। যদি কারো মনে দাগ কেটে যায় এটি সেটাই হবে প্রাপ্তি।

আগামীনিউজ/এমআর