এন্ড্রু কিশোরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক জুলাই ৬, ২০২০, ০৮:৩৮ পিএম

ঢাকা : প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই বরেন্য শিল্পী সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। মহিষবাতান এলাকায় তার বোন ও দুলাভাই ডা. প্যাট্রিক বিপুলের বাসায় ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

আজ দুপুরের দিকে প্যাট্রিক বিশ্বাস জানান, এন্ড্র কিশোর অক্সিজেনের ওপর আছে। ওকে নিয়েই আমরা ব্যস্ত আছি। 

গতকাল রোববার বিকালে এন্ড্র কিশোরের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তার স্বজনরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি কারো সাথেই কোনো কথা বলছেন না। তার শারীরিক সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।
 

আগামীনিউজ/এসপি