ঈদের ৭ দিন আগেই বোনাস পাচ্ছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০২০, ০৭:১৪ পিএম

ঢাকা : আসন্ন ঈদের সাত দিন আগেই বোনাস পাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা।

সোমবার বিষিয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল খবির (প্রশাসন)।

তিনি বলেন, ‘শিক্ষকদের কেনাকাটার স্বার্থে করোনা পরিস্থিতেও ঈদের কমপক্ষে সাত দিন আগে তাদের বোনাস পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।’
এদিকে শিক্ষকদের জুনের বেতন ছাড়া হয়েছে আজকে। 

বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংক (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। 

 

আগামীনিউজ/এসপি