এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত সোমবার

নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২০, ০৩:২১ পিএম
ফাইল ছবি

ঢাকা : করোনা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে কিনা তা নিয়ে আগামী সোমবার (২৩ মার্চ) সিদ্ধান্ত হতে পারে।

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, পরীক্ষা হবে কিনা তা নিয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হবে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

আগামীনিউজ/মিজান