গবেষণায় অর্থ বরাদ্দ বাড়াতে প্রস্তুত সরকার

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃসময় উপযোগী ও জনবান্ধব বিষয়ের গবেষণা কাজে সরকার অর্থ বরাদ্দ বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই-বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপন বিষয়ক এক সেমিনারে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, এ মুহূর্তে সীমিতভাবে হলেও ব্যতিক্রমী গবেষণার পক্ষে সরকার।দেশে বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণার ঘাটতি রয়েছে বলে তিনি জানান। 

স্বাধীনভাবে, সাহসের সঙ্গে গবেষণা করতে না পারলে তার ফলাফল নিয়ে অনেক প্রশ্ন ওঠে। গবেষণায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মাদ জয়নুল বারী জনগণের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে সমাজ বিজ্ঞানীদের মানসম্মত গবেষণায় গুরুত্ব দেয়ার আহ্বান জানান । 

তিনি,অনুষ্ঠানে আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা সরকারের নীতি প্রণয়নে সহায়ক ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।

আগামীনিউজ/সোহেল