‘কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার জানতে হবে’

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৯, ০৫:০৩ পিএম

ঢাকা : চতুর্থ শিল্প বিপ্লবে রোবট সরবরাহের আগে এর ব্যবহার জানাতে গুরুত্ব দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার জানতে পরামর্শ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথোরিটির।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেলে সোনারগাঁও এ ঢাকা চেম্বার অফ কমার্স  অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ফিউচার স্কিলস রিকোয়ার্ড ফর বাংলাদেশে শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

এতে স্বাগতিক বক্তব্যে রাখেন, ঢাকা চেম্বার অফ কমাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওসামা তাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি কামরান টি. রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথোরিটির সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ রেজাউল করিম স্লাইডটি উপস্থাপন করেন।

এতে তিনি প্রথম শিল্প বিপ্লব থেকে চতুর্থ শিল্প বিপ্লবের বিস্তারিত উল্লেখ করেন।


আগামী নিউজ/এসআর/এএম