ফুলবাড়ীতে স্পিরুলিনা চাষের প্রোজেক্ট পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মে ১৬, ২০২১, ০৮:২০ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ীতে সুপার ফুড সামুদ্রিক শৈবালের(স্পিরুলিনা) কৃত্রিম চাষের প্রজেক্ট পরিদর্শন করেছেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন মঞ্জু । উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে সাত উদ্যোক্তার উদ্যোগে ফুলবাড়ী এগ্রো নামের একটি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে স্পিরুলিনা চাষ শুরু করে। 

বিভিন্ন গণমাধ্যমে গ্রীন ডায়মন্ড স্পিরুলিনার সংবাদ প্রচারিত হলে বিষয়টি নজরে আসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের । এরই প্রেক্ষিতে রবিবার (১৬ মে)  বিকেল সাড়ে তিন টার দিকে উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে এই প্রজেক্ট পরিদর্শন করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস, ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রাণকৃষ্ণ গ্ৰামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এমদাদুল হক ও স্থানীয় এলাকাবাসী । উদ্যোক্তা সেলিম জানান, প্রতিদিন এক থেকে দেড় কেজি উৎপাদন করা হচ্ছে ।