আনসার আল-ইসলামের জঙ্গি প্রশিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ‌ জানুয়ারি ২৮, ২০২০, ০২:৩২ পিএম

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াতি শাখার প্রধান ও প্রশিক্ষককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ডিএমপির (মিডিয়া) উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ ওমর ফারুক ওরফে আফসার ওরফে ফরহাদ (৩০)। সোমবার (২৭ জানুয়ারি) যাত্রাবাড়ী থানার জনপথ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোনও জব্দ করা হয়।

কাউন্টার টেররিজম বিভাগের সহকারী পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী জানান, ওমর ফারুক আনসার আল-ইসলাম জঙ্গি সংগঠনের অন্যতম নীতিনির্ধারক। সে ২০১৯ সালের যাত্রাবাড়ী থানার একটি মামলার পলাতক আসামি। ওমর ফারুক জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াতি শাখার প্রধান ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের অন্য সদস্যদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দিত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, ২০১৪ সালে ওমর ফারুক আনসার আল-ইসলামের সদস্য হয়। তার সঙ্গে চাকরিচ্যুত মেজর জিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সে ঢাকা ও চট্টগ্রামে আনসার আল-ইসলামের প্রায় অর্ধশত সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে।

গ্রেফতার ওমরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে কাউন্টার টেররিজম বিভাগ সূত্র জানিয়েছে।
 
আগামীনিউজ/মোরসু/হাসি/এনএনআর