গণসংযোগে যাওয়ায় বিএনপির ২ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২০, ১১:১৫ পিএম

রাজধানীর ওয়ারী এলাকায় গণসংযোগে যাওয়ায় মসজিদ থেকে বের হওয়ার সময় বিএনপির দুই কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতদের অভিযোগ, ৩৮ নং ওয়ার্ডের বিএনপির মহিলা কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নেছার নির্বাচনী প্রচারণা শেষ করে ওয়ারী মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলে মসজিদের গেট থেকে তাদের ধরে এনে মারধর করা হয়।

অল্পবয়সী ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত তাদের ওপর  হামলা করে বলে অভিযোগ করেন আহত রজ্জব আলী।

আহতরা হলেন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রজ্জব আলি ও ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম।

আহতদের পরে উদ্ধার করে ওয়ারীর ন্যাশনাল  হাসপাতালে ভর্তি করা হয়। 

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় তদন্ত হচ্ছে। ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আগামী নিউজ/এআর/আরআর/এএম