যাত্রাবাড়ীতে তিন হাজার ইয়াবাসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট অক্টোবর ৩, ২০২০, ০২:১৬ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। আটকরা হলেন- ইকবাল, আলম ও রহমান।

গতকাল শুক্রবার (০২ অক্টোবর) যাত্রাবাড়ী কাঁচা বাজার সংলগ্ন হাজী রহমান পেট্রোলপাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আগামীনিউজ/জেহিন