বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ৩০, ২০২০, ১০:২৫ এএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার জন ও বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের নয় জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগ। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার জন ও বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের নয় জনকে গ্রেফতার করা হয়েছে। 

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার।

আগামীনিউজ/জেহিন