বিনা প্রয়োজনে বের হওয়ায় ৫০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   এপ্রিল ৭, ২০২০, ১০:২১ পিএম

ঢাকা: করোনাভাইরাসের মহামারি ঠেকাতে সারাদেশে কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনী। সাধারণ নাগরিকদের অনুরোধ করেও নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। এমন পরিস্থিতিতে রাজধানীতে বিনা কারণে সড়কে বের হওয়ায় ৫০ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার আগামী নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সুজয় সরকার আরো বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করছে র‍্যাবের প্রতিটি টিম।

আগামী নিউজ/আরিফ/নাঈম