ত্রাণের নামে শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক   এপ্রিল ৬, ২০২০, ০৪:৩১ পিএম

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে ত্রাণ দেওয়ার নাম করে এক শিশুকে ধর্ষণে ভযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক মীর খলিলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার(৬ এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান জানান, রোববার বিকেল ৩টায় কেরানীগঞ্জে  খেজুরবাগ এলাকায় শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা মাইকিং করলে রাতে ধর্ষক শিশুটিকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।

এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলে ধর্ষক খলিলকে গ্রেফতার করা হয়। পরে ওই শিশুসহ খলিলকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে ওই শিশুর জবানবন্দি গ্রহণ করেন এবং খলিলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে পরিবারের অভিযোগ, ত্রাণ দেয়ার নাম করে ওই শিশুকে বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে খলিল।


আগামী নিউজ/আরিফ/নাঈম