করোনা নিয়ে গুজব ছড়ানোর দায়ে আইনজীবী আটক

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২০, ১২:৩১ পিএম

ঢাকা : করোনাভাইরাস নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আবু বকর সিদ্দীকি নামে একব্যক্তিকে আটক করেছে সিআইডি।

শনিবার (০৪ এপ্রিল) রাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবু বকর বাবার নাম মৃত মো. নাছির উদ্দিন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুরঘরে। বকর পেশায় একজন আইনজীবী।

সিআইডি জানায়, বকর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্যাংক এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত’ সংক্রান্ত পোষ্ট, ‘করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ’ সংক্রান্ত ভিডিও, ‘ইয়া রাব্বুল আলামিন উনাকে হেদায়েতসহ সুস্থ করে দিন। বিঃ দ্রঃ ওবায়দুল কাদের করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি’ সংক্রান্ত একাধিক ভিডিও এবং ‘তোমাদের আইনের পোশাক দেয়া হয়েছে জনগণের জান মাল রক্ষা করার জন্য... জনগণের জানমাল ছিনিয়ে নেয়ার জন্য নয় (পুলিশের পুরাতর একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো)’ সংক্রান্ত একটি পোষ্ট ছাড়াও একাধিক মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করেছেন।

এমন পোস্ট সিআইডির নজরে আসায়, শনিবার রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় সিআইডি।

আগামীনিউজ/আরিফ/মিজান