আরামবাগে আ. লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ফেব্রুয়ারি ১, ২০২০, ০১:১৩ এএম
ফাইল ছবি

 

রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্র জানায়, ঢাকা মহানগর দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হচ্ছেন মোজাম্মেল হক। এবং বিদ্রোহী প্রার্থী ফারহানা আহমেদ বৈশাখী। এই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বৈশাখী সাবেক কাউন্সিলর এ কে এম মঈনুল হক ওরফে ক্যাসিনো সাঈদের স্ত্রী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর আরামবাগে দু’পক্ষের মধ্যে ঢিল ছুড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গুলির শব্দ পেয়েছেন, এমনটা জানা গেলেও নিশ্চিত হওয়া যায় নি।
 
ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরআর