মৌলভীবাজারে অটো-পিকআপ সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২০, ১২:১১ পিএম

মৌলভীবাজারে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত চারজন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার মনমুখ ইউনিয়নের বাউরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) পরিমল দেব জানান।

নিহতরা হলেন সদর উপজেলার বাউরভাগ গ্রামের আবদুর রহমানের ছেলে মোজাহিদুর রহমান (৩৪) ও পাবনা জেলার ঈশ্বরদী গ্রামের হারুন মিয়ার ছেলে আলামিন (২৫)।

আহতরা হলেন সুনামগঞ্জ জেলার উত্তর কুশিপাড়া গ্রামের মছদ্দির মিয়ার ছেলে শাহানূর রহমান (৩০), সদর উপজেলার দুগর গ্রামের রাজেন্দ্র সূত্রধরের ছেলে নগেন্দ্র সূত্রধর (৫০) ও একই গ্রামের হামিদ মিয়ার ছেলে মো. আরমান মিয়া (৩৬)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরেকজনকে পাঠানো হয়েছে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে। তার পরিচয় জানা যায়নি।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের প্রধান মো. শাহিন আহম্মদ বলেন, অটোরিকশাটি শেরপুর থেকে মৌলভীবাজারে যাচ্ছিল। পথে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মুজাহিদুর ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আলামিনের মৃত্যু হয় বলে জানান শাহিন।

আগামীনিউজ/ হাসি/এনএনআর