পদ্মা নদীতে ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

রাজশাহী প্রতিনিধি জানুয়ারি ২৭, ২০২০, ০৮:১৯ পিএম

রাজশাহীতে পদ্মা নদীর চারঘাট এলাকায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ২ লাখ মিটার বেড়াজাল ও ১৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম নেতৃত্বে রাজশাহীর সারদার চারঘাট এলাকা থেকে ১ কোটি টাকা মূল্যের অবৈধ জাল উদ্ধার করে আর এমপি নৌ পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, অভিযানে বেড়াজাল ও কারেন্ট জালের পাশাপাশি ৩১৫ কেজি জাটকা উদ্ধার করা হয়। জাটকা মাছ ধরারর অভিযোগে ২টি নৌকা জব্দ ও ৯ জন জেলেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ সংক্রান্ত ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা ৩১৫ কেজি জাটকা স্থানীয় এতিমখানায় দেয়া হয়।

আগামীনিউজ/মোরসু/এনএ