কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সেমিনার

কিশোরগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:৩৪ পিএম

কিশোরগঞ্জঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯  অবহিত করণ  ও বাস্তবায়ন বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক সেমিনার  অনুষ্ঠিত  হয়। 

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ  আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে  তাঁর  সম্মেলন কক্ষে  আয়োজিত  আলোচনা  অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন অভিযোগ  দায়ের  এবং অপরাধ   ও দন্ডের  বিধান সম্পর্কে স্বাগত  বক্তব্য  রাখেন  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  কিশোরগঞ্জ  জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক  হৃদয় রঞ্জণ বণিক। 

বক্তব্য  রাখেন   বিশিষ্ট চিকিৎসক  ডাঃ দীন  মোহাম্মদ,  চেম্বার  অব কমার্সের  সভাপতি মুজিব রহমান বেলাল। নারী নেএী বিলকিস  বেগম, সাংবাদিক মোস্তফা কামাল,  ক্যাব সেক্রেটারি মনোয়ার হোসেন রনি, সভাপতি আলম সারোয়ার টিটু। 


এমআইসি