রাণীশংকৈলে কৃষ্ণ মূর্তি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) আগস্ট ১৯, ২০২৩, ০৪:৩৬ পিএম

ঠাকুরগাঁওঃ রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও এলাকা থেকে সাড়ে ৮ কেজি ওজনের একটি কৃষ্ণের মূর্তি উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, গত বুধবার (১৬ আগস্ট) দুপুরে বনগাঁও এলাকার কালুগাঁও গ্রামে কোরিয়া পুকুর খননের বালু নির্মাণাধীন রাস্তায় ট্রলিতে করে ফেলার সময় ওই কৃষ্ণের মূর্তিটি পাওয়া যায়। পরে সেটি আহসান হাবীব হাসান তার বাড়িতে নিয়ে আসেন।

আহসান হাবীব হাসান উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে।

এলাকাবাসীর দেওয়া তথ্যে ও বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানাজানি হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে থানার সঙ্গীয় পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহাকে নিয়ে শুক্রবার বিকালের দিকে ওই মূর্তিটি আহসান হাবীব হাসানের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান, সংবাদকর্মী ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে ওই গ্রামে গিয়ে কৃষ্ণ মূর্তিটি উদ্ধার করা হয়। শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার সকালে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন আকাশ/বুইউ