ভারতে পাচারকালে ৯ গুইসাপ জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা এপ্রিল ১, ২০২৩, ০৬:৪৫ পিএম

কুমিল্লাঃ কুমিল্লার চৌদ্দগ্রামের ধনমুড়ি সীমান্ত এলাকায় থেকে ভারতে পাচারের সময় ৯টি গুইসাপ জব্দ করে বিজিবি। শনিবার (১ এপ্রিল) সকালে গুইসাপগুলো বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ তথ্য জানিয়েছেন কুমিল্লা ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক মো. পারভেজ শামীম। 

বিজিবির সহকারী পরিচালক মো. পারভেজ শামীম জানান, শুক্রবার সন্ধ্যায় বিজিবির চৌদ্দগ্রাম বিওপির ধনমুড়ি সীমান্ত এলাকায় হাবিলদার মো. সামিদুল ইসলাম শেখের নেতৃত্বে টহল চলছিল। এ সময় সীমান্ত পিলার ২১১০ থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুজন ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তায় করে কিছু মালামাল নিয়ে ভারতের দিকে রওনা হয়। বিষয়টি সন্দেহ হলে টহলদল ওই ব্যক্তিদের জিজ্ঞেস করলে তারা বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তা উদ্ধার করে তার মধ্যে লেজ এবং মুখ বাঁধা অবস্থায় ৯টি গুইসাপ পাওয়া যায়। 

পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার সময় গুইসাপগুলো উদ্ধার করে চৌদ্দগ্রাম বন বিভাগে হস্তান্তর করা হয়।

এসএস