বান্দরবানে গ্রেফতার ৯ জঙ্গি কারাগারে

জেলা প্রতিনিধি, বান্দরবান মার্চ ১৪, ২০২৩, ০৬:৫১ পিএম

বান্দরবানঃ বান্দরবান সদর উপজেলার টংকাবতি এলাকা থেকে গ্রেফতার করা ৯ জঙ্গি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার কুমিল্লার মো. দিদার হোসেন ওরফে চাম্পাই (২৫), নারায়ণগঞ্জের আল আমিন সর্দার ওরফে বাহাই (২৯), ঢাকার সাইনু ওরফে হুজাইফা (২১), সিলেটের তাহিয়াত চৌধুরী ওরফে পাভেল (১৯), মো. লোকমান মিয়া (২৩), কুমিল্লার মো. ইমরান হোসেন ওরফে শান্ত (৩৫), ঝিনাইদহ মো. আমির হোসেন (২১), বরিশালের মোঃ আরিফুর রহমান লাইলেং (২৮), ময়মনসিংহের মো. শামিম মিয়া ওরফে বাকলাই (২৪)।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার টংকাবতি এলাকায় গত ১২ মার্চ গভীর রাতে অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় জঙ্গি সংঙ্গঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সামরিক প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ সদস্যকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।

এ নিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ঢাকা উত্তরা র‍্যাব সদস্য মো. ইকবাল হোসেন বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাদের আদালতে তোলা হলে আগামী ১০ এপিল পরবর্তী শুনানীর তারিখ ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এসএস