হরিরামপুরে উপনির্বাচনে নৌকার জয়

উপজেলা প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ) নভেম্বর ৩, ২০২২, ১২:০৭ এএম

মানিকগঞ্জঃ জেলার হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলজার হোসেন (বাচ্চু) ৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হক মোল্লা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৫ ভোট।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ গোলাম রাশেদ।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুতালড়ী ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ২৬৪০ জন। ভোট দিয়েছেন ১৫৪৭ জন ভোটার।

সৈয়দ গোলাম রাশেদ বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলজার হোসেন (বাচ্চু) পেয়েছেন ৬৮৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হক মোল্লা (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৪৭৫ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক বাদল (আনারস প্রতীক) পেয়েছেন ৩৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল হক মোল্লার চেয়ে ২০৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলজার হোসেন (বাচ্চু)।

অপু সাহা/এসএস