শুটিং দেখে বাড়ি ফেরা হলো না দাইমুলের

পঞ্চগড় প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২০, ০১:২৭ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং দেখে বাড়ি ফেরার পথে দাইমুল ইসলাম মন্টু (৫৩) নামে পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা সদরের অমরখানা এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

নিহত দাইমুল ইসলাম মন্টু জেলা শহরের ডোকরোপাড়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে দাইমুল তার ছেলেকে নিয়ে তেঁতুলিয়া যান ইত্যাদির শুটিং দেখতে। রাতে বাড়ি ফেরার পথে শীতের কারণে তার ছেলেকে অন্য একটি গাড়িতে তুলে দিয়ে নিজে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বলেন, রাতেই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগামী নিউজ/এসএম