চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০হাজার টাকা অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ) আগস্ট ১০, ২০২২, ১০:২৫ পিএম

হবিগঞ্জঃ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫টার  নাগাদ  উপজেলার  ১০ নম্বর মিরাশি ইউপির রাখি আশ্রয়ণ সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করায় চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  মিলটন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলার লাদিয়া গ্রামের মৃত ইউনুছ উল্লার ছেলে মোঃ সোয়েব মিয়া(৪০)কে একটি ট্রাক্টরসহ আটক করে ৫০হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। চুনারুঘাট থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। 

এসএস