চুয়াডাঙ্গায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা জুলাই ২৬, ২০২২, ০৪:২৭ পিএম

চুয়াডাঙ্গাঃ সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে।

এসময় বক্তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধনে বক্তব্য দেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নূরুন্নবী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরু প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শামীম রেজা দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার  কার্যালয়ে তথ্য নিতে যান। এসময় কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান সাংবাদিক শামীম রেজাকে আটকে রেখে লাঠিপেটা করার হুমকি দেন। এ ঘটনায় ওই দিনই শামীম রেজা দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জামান আখতার/এমবুইউ