উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২২, ১০:৫৭ এএম

জয়পুরহাটঃ দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেন তিলকপুর স্টেশনে পৌঁছলে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিলকপুর রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে সেখানে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। পাওয়ার বগিসহ ৫ বগি রেখেই বাকি বগি নিয়ে সান্তাহার পৌঁছেছে ট্রেনটি।

লাইনচ্যুত বগি দুটি লাইনে তোলার কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও কিছক্ষণ সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা।

এসএস