মোহনা থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

পটুয়াখালী প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২০, ১১:১৭ এএম

কলাপাড়ায় নৌ-পুলিশ সাগর ও নদীর মোহনায় আভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্ধ করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রাবনাবাদ, চর মোন্তাজ এলাকার বিভিন্ন নদীসহ সাগর মোহনায় এ অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্ধ করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. কামরুজ্জামান জানান, অভিযানের খবর টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। তাই তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জব্ধ করা অবৈধ কারেন্ট জাল সন্ধ্যায় পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনজ কুমার সাহা উপস্থিত ছিলেন।

আগামী নিউজ/আরকেএম/এসএম/এনএনআর