ভ্যাপসা গরম চলছে সিলেটে, শনিবার থেকে কমতে পারে খরতাপ

জেলা প্রতিনিধি, সিলেট জুলাই ১৩, ২০২২, ০৯:৩৭ পিএম

সিলেটঃ কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে সিলেটের জনজীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। ঈদের দিন থেকে রাতের বেলা হালকা বৃষ্টি হলেও দিনের বেলা ভীষণ গরম পড়ছে। ভরা বর্ষা মৌসুমেও খরতাপ ছড়াচ্ছে। 

বুধবার (১৩ জুলাই) বিকেল পর্যন্ত সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত এমন খরতাপ থাকার সম্ভাবনা রয়েছে।  শনিবার থেকে ভারি বৃষ্টি হতে পারে। এর পর থেকে খরতাপ কমে আসার সম্ভাবনা রয়েছে।

সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সিলেটের তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশে থাকবে। সমুদ্রে লঘুচাপের কারণেই মূলত সিলেটের এই তীব্র তাপমাত্রা। আগামী ২-১ দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে বৃষ্টিও চলে আসবে। যদিও এখন রাতে বৃষ্টি হচ্ছে। শনিবারের (১৬ জুলাই) পর লঘুচাপের প্রভাবটা কেটে গেলে দিনেও বৃষ্টি হবে।

এসএস