জামিন পেয়েছেন রাজীবপুরের উপজেলা চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি,রাজীবপুর(কুড়িগ্রাম) জুলাই ২, ২০২২, ০৯:৩৬ পিএম

কুড়িগ্রামঃ শর্ত সাপেক্ষে এবং ১ হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। 

রাজীবপুর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, জামালপুরের আদালতে আত্মসমর্পণের শর্তে জামিন পেয়েছেন কুড়িগ্রামের  রাজীবপুর উপজেলা পরিষদ  চেয়ারম্যান আকবর হোসেন হিরো। 

শনিবার (২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খানের আদালতে তাকে হাজির করা হয়। আদালত তাকে শর্ত সাপেক্ষে এবং এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মোঃ রাজন মিয়া (৩৮) কাছে ২০১৮-১৯ সালে আকবর হোসেন ইট ভাটায় ইট পোড়ানোর জন্য তার কাছ থেকে ১২ লক্ষ টাকার কয়লা বাকী নিয়ে আসে।পরে তাকে একটি চেক দেওয়া হয়।চেকটি ব্যাংক থেকে ডিজঅর্নার হলে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

শনিবার(২জুলাই) ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে রাজীবপুর থানা পুলিশ। শনিবার সকালেই তাকে আদালতে পাঠানো হয়।

আদালত সূত্রে আরও জানা গেছে, আগামী ৬ জুলাই জামালপুর আদালতে হাজির হওয়ার শর্তে উপজেলা চেয়ারম্যানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আদালতের আদেশের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এসএস