দুপচাঁচিয়ায় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) জুন ১৬, ২০২২, ০৪:৩৫ পিএম

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় প্রাইভেট ক্লিনিক,হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধের ব্যবহার, অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্নতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা, ভূয়া পরীক্ষাসহ নানা অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ৪ টি বেসরকারী ক্লিনিকে অভিযান পরিচালনা করে অব্যবস্থপনা ও অসংগতি পরিলক্ষিত হওয়ায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার জায়দা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার কে ১৫ হাজার টাকা, নবজাগরণ ডায়াবেটিস  হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা, আমজাদ কমপ্লেক্সের  অনন্যা নার্সিং হোম কে ১০ হাজার টাকা এবং তিশিগাড়ী সংলগ্ন এলাকার সুপ্রীম ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল কে ১৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক আদায় করে ওই ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রূপম দাস।

নির্বাহি ম্যাজিট্রেট রূপম দাস বলেন, নিয়মবিধি না মেনে চলা ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দেওয়ান পলাশ/এমবুইউ