পদ্মা সেতু আ.লীগ সরকারের একটি মাইলফলক : শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁদপুর জুন ১৪, ২০২২, ০৮:২৩ পিএম

চাঁদপুরঃ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশের প্রতিটি জেলায় ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুর জেলায়ও উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) চাঁদপুর জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, মানুষের স্বপ্নের পদ্মা সেতু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। এই সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সব আয়োজন সুন্দর করার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক দলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পদ্মা সেতুর মাধ্যমে মানুষের অনেক আশা পূর্ণতা পাবে।

পদ্মা সেতু আওয়ামী লীগ সরকারের একটি মাইলফলক অর্জন, এটি জানিয়ে তিনি আরও বলেন, এ অর্জনের মধ্য দিয়ে আমরা দেশকে আরও এক ধাপ এগিয়ে যাব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আমরা যেহেতু সরকারি চাকরি করি, সেহেতু সরকারে কাজ করাই আমাদের লক্ষ্য। পদ্মা সেতু নিয়ে আমাদের সবারই আগ্রহ রয়েছে। আমিও উদ্যোগী হয়ে আছি এবার ঈদুল আজহায় পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি যাব। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে আমাদের শতভাগ সুশৃঙ্খল আয়োজন থাকবে। আমরা আশা করি চট্টগ্রাম বিভাগে সেরা অনুষ্ঠানের আয়োজন করব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৫ জুন চাঁদপুর জেলা স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্রামচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের এক লাখ লোকসমাগমের উপস্থিতিতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে অংশ নেবে।

এসএস