ভ্যান-মোটরসাইকেলের ওপর উঠে গেলো বাস, নিহত ২

সারাবাংলা ডেস্ক জুন ১, ২০২২, ১১:৪১ এএম

খুলনাঃ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠে যায় একটি যাত্রীবাহী বাস। এ সময় তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উজেলার বাসিন্দা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আলী ওসমান (৩২) ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা দিন মজুর আব্দুল খালেক (৬৫)।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে তালা থেকে মোটরসাইকেলযোগে খুলনার দিকে আসছিলেন আলী ওসমান। পথে একটি ভ্যানকে ওভারটেক করছিলেন তিনি। এ সময় খুলনা থেকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠিয়ে দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন বাসের অন্তত ২০ জন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

ডুমুরিয়া থানার ওসি মো. কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মোটরসাইকেলের চালক ও ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে আহত হন আরও ২০ জন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এমবুইউ