ধনু নদীতে নৌকাডুবে নারীর মৃত্যু, শিশু নিখোঁজ

সারাবাংলা ডেস্ক মে ৩১, ২০২২, ০১:৩৭ পিএম

কিশোরগঞ্জঃ ইটনা উপজেলার ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মহল বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশের হাওরে এ ঘটনা ঘটে।

মৃত মহল বেগম মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সালেক মিয়ার স্ত্রী। অপরদিকে নিখোঁজ তিন বছরের শিশু সোহান একই ইউনিয়নের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিঠামইনের ঢাকী ইউনিয়ন থেকে একটি যাত্রীবাহী নৌকা ২০ যাত্রী নিয়ে চামটা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। ইটনা উপজেলার এলংজুড়ি বাজার ঘাট থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও একজন নারী নৌকার ভেতরে আটকা পড়ে মারা যান। সেই সঙ্গে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়।

ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আজহার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত নারীর পরিচয় পাওয়ার পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে নৌকার যাত্রীদের তথ্যমতে, এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। স্থানীয়দের সহায়তায় আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এমবুইউ