ভোলায় হাসপাতালের নতুন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা মে ১৬, ২০২২, ০৩:৪৬ পিএম

ভোলাঃ সদর উপজেলায় নির্মাণাধীন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আট তলা ভবনের ছাদ থেকে পড়ে রিপন (২৮)নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপন ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।

ভোলা সদর হাসপাতালের নির্মাণাধীন ২৫০ শয্যা বিশিষ্ট অষ্টম তলার ঢালাইয়ের কাজ চলছিল, সেখানেই শ্রমিক হিসেবে কাজ করছিলেন রিপন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজ চলাকালীন সময়ে অসাবধানতাবশত পা ফসকে রিপন ছাদ থেকে নিচে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।

মহিউদ্দিন/এমএম