সাভারে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সাভার প্রতিনিধি জানুয়ারি ১৩, ২০২০, ০২:০৭ পিএম

সাভারে মার্কেট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাহফুজুর রহমান মাফু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

রবিবার (১২ জানুয়ারি) সাভার বাজার বাসস্ট্যান্ডের অন্ধ মার্কেটের নিচে রাতে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, রাতে তিনতলা বিশিষ্ট অন্ধ মার্কেটের নিচতলায় দুই গ্রুপের সংঘর্ষে মাফু নামে একজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত মাফুর সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাভারের রাজাশন এলাকার আমির হোসেন টিপুসহ চারজনকে আটক করেছে পুলিশ।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আগামী নিউজ/এসএম/এনএনআর