সৈয়দপুরে আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উত্তরাঞ্চল প্রতিনিধি এপ্রিল ১০, ২০২২, ০৩:১৮ পিএম

নীলফামারীঃ সৈয়দপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোতালেব হকের ওপর হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল করেছে। গত শনিবার রাতে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা কর্মীরা। স্থানীয় দলীয় অফিস থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলকারীরা হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিল শেষে শহীদ তুলশীরাম সড়ক মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, হামলার শিকার আ’লীগ নেতা মোতালেব হক প্রমুখ।

বক্তারা, ন্যাক্কারজনক হামলার ঘটনার নিন্দা জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় হামলাকারীদের প্রতিহত করতে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০টায় শহরের পাঁচমাথা মোড়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আসাদের নেতৃত্বে আ’লীগ ও যুবলীগের ১০/১২ জন নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের ওই নেতার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের বেধড়ক মারপিটে গুরুত আহত হন তিনি। এ হামলার ঘটনায় পরস্পরকে অভিযুক্ত করে থানায় পৃথক পৃথকভাবে দুটি অভিযোগ দেয়া হয়েছে। তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ তা আমলে নেয়নি বলে থানা সূত্র জানিয়েছে।

জিকরুল হক/এমএম