লক্ষ্মীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি এপ্রিল ২, ২০২২, ০৩:৫৫ পিএম

লক্ষ্মীপুরঃ ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সমপন্ন ব্যাক্তির প্রতিভা বিকশিত করি’ এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ২ এপ্রিল (শনিবার) সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ললক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম। বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা নাঈমা জান্নাত, ডা: নিরুপম সরকার, সেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশনের রাজু আহমেদ প্রমুখ।

এছাড়া এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম খান/এমএম