শরণখোলায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা-কম্বল বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি মার্চ ১, ২০২২, ০৪:০৯ পিএম

বাগেরহাটঃ জেলার শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিদের কম্বল এবং  বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ করেছেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।

মঙ্গলবার (১ মার্চ) সকালে রায়েন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ করা হয়।

প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,ডাকসুর সাবেক নেতা মোঃ আব্দুল হক গোলাম হায়দার,শনণখোলা থানার এস আই মনির হোসেন,মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,শরণখোলা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন নান্টু,৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান বাদল জোমাদ্দার, ১ নং ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত উদ্দিন বাদশা, মোঃ আবু জাফর জব্বার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ জিয়াউল হাসান তেনজিন, যুবলীগ নেতা মোঃ হাসিবুর রহমান হাসিব, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ, তাতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হাসান হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আল হাসান প্রমূখ।

 

আগামীনিউজ/এমবুইউ