জাল সনদে ৩৩ বছর ধরে চাকরি করার অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০২২, ০২:০১ পিএম
প্রতীকী ছবি

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে জাল সনদে ৩৩ বছর ধরে স্টোনো টাইপিস্ট পদে চাকরি করার অভিযোগ উঠেছে মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলা নির্বাচন অফিসে স্টেনো টাইপিষ্ট পদে কর্মরত ও দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত দতিব উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম গত ১৯৮৯ইং সালে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে স্টেনো টাইপিষ্ট হিসেবে টাইপিষ্টের জাল সনদ দিয়ে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ বিলুপ্ত হলে মো. সিরাজুল ইসলামকে উপজেলা নির্বাচন অফিসে স্টেনো টাইপিষ্ট হিসেবে আত্বীকরণ করা হয়। তার কোন কম্পিউটার প্রশিক্ষণ না থাকায় তিনি দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া লোক ডেকে এনে অফিসের কাজ সম্পাদন করছেন। এমতাবস্থায় মো. সিরাজুল ইসলামের চাকরি বৃত্তান্ত এবং কাগজ-পত্র যাচাই পূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরগগঞ্জ পৌর শহরের ৮নং ওয়ার্ডের মৃত শহিদুল ইসলামের ছেলে রায়হানুল ইসলাম রাজু বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযুক্ত মো. সিরাজুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার গলায় সমস্যা হয়েছে কথা বলতে পারছিনা। পরে আপনার সাথে কথা বলবো।'  

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকান্দার আলী বলেন, 'তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'                         
এব্যাপারে আঞ্চলিক কর্মকর্তা রংপুর জিএম সাহাতাব উদ্দিন মোবাইল ফোনে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।  যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আগামীনিউজ/এসএস