নাটোর পৌরসভা পুনরায় জলি, বাগাতিপাড়ায় লেনিন বিজয়ী

নাটোর প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২২, ১০:১৮ পিএম
ডানে জলি বামে লেলিন

নাটোরঃ ১৬৯ বছরের প্রাচীণ নাটোর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটে বর্তমান মেয়র উমা চৌধুরী জলি দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। এদিকে নাটোরের বাগাতিপাড়ায় ১৭ বছর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন। 

নাটোর পৌরসভায় আওয়ামীলীগের সহ সভাপতি উমা চৌধুরি জলি পেয়েছেন ২০ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক মেয়র ও নাটোর পৌর বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি এমদাদুল হক আল মামুন পেয়েছেন ১৩ হাজার ৭৮১ ভোট। নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আছলাম নির্বাচনের প্রাথমিক ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে নাটোরের বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচনে জগ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী  থানা বিএনপির বহিঃস্কৃত যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম লেলিন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ভাবে প্রাপ্ত ফলাফলে শরিফুল ইসলাম লেলিন পেয়েছেন দুই হাজার ২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী ময়মুর সুলতান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৮৮ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের উপাধ্যক্ষ শাহিদা খাতুন। তিনি পেয়েছেন এক হাজার ৬৩৬ ভোট। রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী প্রাথমিক ভাবে প্রাপ্ত এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আগামীনিউজ/এসএস