ফুলবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২২, ০৪:৫৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ মাদকের বিরুদ্ধে যুদ্ধ করি, মাদকমুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ইউনিয়ন পর্যায়ে  দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৬জানুয়ারি) সকাল ১১টায় কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলার উদ্বোধন করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।

কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল হক এর সার্বিক সহযোগিতায় ও প্রতিষ্ঠানের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম বাবলু, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উদ্দিন,কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রুস্তম আলী, গংগারহাট দ্বিমুখী দাখিল মাদরাসার সিনিয়র বিএসসি শিক্ষক মোঃ আব্দুস সালামসহ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আগামীনিউজ/শরিফ