রাজারহাটের ৫ইউনিয়নে বিদ্রোহীর ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে নৌকা 

আসাদুজ্জামান আসাদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ডিসেম্বর ২৪, ২০২১, ০৫:০১ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনী প্রচার-প্রচারনা জমে উঠেছে। এরমধ্যে ৫টি ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীক ও একই দলের বিদ্রোহী প্রার্থীগণের মধ্যে তুমুল প্রতিদ্বন্দীতা চলছে।

সরেজমিনে জানা গেছে,প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন সকালে সূর্যদয়ের সাথে সাথে প্রার্থীরা নিজে ও তাদের নেতা কর্মী সমর্থকরা বিভিন্ন গ্রামেগঞ্জে উঠান বৈঠক, পথসভা, মোটর সাইকেল শোভাযাত্রা সহ নানা ভাবে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। গভীর রাত পর্যন্ত চলছে গন সংযোগের কাজ। গ্রামেগঞ্জে চা-পানের দোকানে বিভিন্ন প্রার্থী সমর্থকদের মধ্যে চলছে ভোটালাপ। দুপুর থেকে রাত পর্যণÍ মাইকের আওয়াজে মুখর হয়ে থাকছে গ্রাম-শহর। 

উপজেলার ৭ইউনিয়নের মধ্যে ৫টিতেই নৌকা প্রতীকের প্রার্থীর সাথে একই দলের বিদ্রোহী প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রাজারহাট সদর ইউনিয়নে নৌকা প্রতীকের এনামুল হক ছাড়াও একই দলের মোটর সাইকেল প্রতীকে রহিম বাদশা,টেলিফোন প্রতীকে আজগর আলী এবং ঘোড়া প্রতীকে মাজেদুর রহমান মন্ডল বুলন এই ৩জন প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া লাঙ্গল প্রতীকে জমায়েত হোসেন খোকন,হাতপাখা প্রতীকে আব্দুল হামিদ জিহাদী এবং আনারস প্রতীকে দৌলত হোসেন রয়েছেন। 

নাজিমখাঁন ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীকে আবেদুর রহমান প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া লাঙ্গল প্রতীকে জামাল উদ্দিন,হাতপাখা প্রতীকে সবুর মন্ডল,ঘোড়া প্রতীকে রবিউল আলম বাদশা বকসী,আনরস প্রতীকে কাজল সহ ৭জন প্রতিদ্বন্দীতা রয়েছেন।

বিদ্যানন্দ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে লড়াই চলছে বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন এর মোটর সাইকেল প্রতীকের । ওই ইউনিয়নে  লাঙ্গল প্রতীক নিয়ে সোহেল রানা বাবুও প্রতীদ্বন্দীতা করছেন।

উমর মজিদ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম তালুকদার ময়নালের সাথে লড়াই চলছে বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলামের মোটর সাইকেলের। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্যতম প্রতিদ্বন্দী হিসেবে রয়েছেন ঘোড়া প্রতীকের আহসানুল কবির আদিল ।

ছিনাই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সাদেকুল হক নুরুর বিপরীতে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতীদ্বন্দীতা করছেন বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম। এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে ভোটযুদ্ধ করছেন রুহুল আমিন বাদশা।

ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের সাথে মোটর সাইকেল প্রতীকের ভোটযুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চলছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস প্রামাণিকের। তাছাড়া হাতপাখা প্রতীক নিয়ে শামসুল হক প্রচারণা চালাচ্ছেন।

রাজারহাট ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রহিম বাদশা বলেন,আমার মাঠের অবস্থা অত্যন্ত ভালো হওয়া সত্বেও আমাকে বাদ দিয়ে কেন্দ্রে একক প্রার্থীর নাম পাঠানোর কারনে জনগণের দাবীর মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। 

চাকিরপশার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রানু সোহরাওয়ার্দী বলেন,আমার স্বামী চাকির পশার ইউনিয়নের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। তার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে এবং নারী উন্নয়ন সহ এই ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি প্রার্থী হয়েছি।

চাকিরপশার ইউনিয়নের নৌকা  প্রতীকের প্রার্থী আব্দুস ছালাম বলেন,নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে চাকিরপশার ইউনিয়নকে সমৃদ্ধশালী মডেল ইউনিয়নে রুপান্তর করতে সর্বাতœক প্রচেষ্টা চালাবো।
 

আগামীনিউজ/ হাসান