ধামইরহাটে বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২১, ০৬:৫১ পিএম
ছবি: আগামী নিউজ

নওগাঁ: জেলার ধামইরহাটে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার ১৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলার আড়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট অতিরিক্ত শ্রেণি কক্ষ নির্মান কাজের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। 

এলজিইডি’র বাস্তবায়নে ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনটি নির্মাণ হলে শ্রেণি কক্ষ বৃদ্ধি ও পড়ার লেখার মান বৃদ্ধি হবে বলে সাংসদ শহীদুজ্জামান সরকার আশা ব্যক্ত করেন। 

উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, আড়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান (বকুল), সম্পাদক শাহজাহান কবির প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আগামীনিউজ/ হাসান