রাজারহাটে

আ.লীগের দ্বিধাবিভক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করায় আনন্দ মিছিল

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি নভেম্বর ৪, ২০২১, ০৯:০৫ পিএম
ছবি: আগামী নিউজ

রাজারহাট (কুড়িগ্রাম): রাজারহাট উপজেলা আওয়ামীলীগের দ্বিধাবিভক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীগণ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরে আনন্দ মিছিল শেষে নেতকর্মীগণ রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে এক অবহিতকরণ সভায় মিলিত হন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ,আজগার আলী,বাদশা মিয়া,জহুরুল হক তালুকদার ময়নাল সহ আরো অনেকে।

রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চাষী আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিকরন সভায় বক্তাগন অবিলম্বে রাজারহাট উপজেলায় পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের দাবি জানান।

পরে তারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর সাক্ষাৎ করে দাবি পুনর্ব্যক্ত করেন।

আগামীনিউজ/ হাসান