ব্যবসায়ীর হারিয়ে যাওয়া দুই লক্ষ টাকা ফেরত দিলেন রিক্সা চালক

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২১, ০৯:০৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ হিলি স্থলবন্দর এলাকায় ব্যবসায়ীর হারিয়ে  যাওয়া ২ লাখ টাকা ফেরত দিয়ে আলোচনায় আসলেন হাফিজুর ইসলাম (৫৫) নামের এক রিক্সা চালক।

রিক্সা চালক হাফিজুর ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি জালালপুর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে। টাকার প্রকৃত মালিক আবুল বাসার উপজেলার হিলি দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। 

বুধবার  দুপুরে রিকশা চালক হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক হাজার টাকার দুটি বান্ডিল (দুই লাখ টাকা) কুড়িয়ে পান। টাকার মালিককে খুজে না পেয়ে পুলিশকে খবর দিলে মূল মালিকের সন্ধানে নামে থানা পুলিশ। একপর্যায়ে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে টাকার মুল মালিকের হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়।

টাকার মূল মালিক ব্যবসায়ী আবুল বাশার জানান, দুপুরে একটি স্কুল ব্যাগে করে ১৪ লাখ টাকা হাকিমপুর হিলি সোনালী ব্যাংকে জমা দিতে জমাচ্ছিলাম। পথে বন্দরের চারমাথা মোড়ে আমার অজান্তে এক হাজার টাকার দুটি বান্ডিল (দুই লাখ টাকা) হারিয়ে যায়। পরবর্তীতে আমি থানা পুলিশের মাধ্যমে পুরো টাকা ফেরত পেয়েছি। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে  রিক্সা চালক  সততায় মুগ্ধ হয়েছেন আমি। আমি ভাবতে পারি নাই পৃথিবীতে এমন ভালো মানুষ এখনো আছে। পরে সেই  রিক্সা চালক কে ১০ হাজার টাকা তাৎক্ষণিক বকশিস হিসেবে দিয়েছি।

হাকিমপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) খাইরুল বাশার শামীম জানান, ঘটনার খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে হিলির চারমাথা মোড়ে এসআই বেলালসহ ফোর্স পাঠিয়ে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে রিকশাচালক হাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী আবুল বাশারের কাছে পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়।

আগামীনিউজ/শরিফ