খোকসায় ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা

কুষ্টিয়া প্রতিনিধি অক্টোবর ৪, ২০২১, ০৬:৫২ পিএম
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান বিষয়ক অনলাইন-কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মাধ্যমিক অফিস কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও একাডেমিক সুপারভাইজার মিলন হসেন খাঁন এবং উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৯৫ জন অলিম্পিয়াড এর বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।