দুর্গাপূজা উপলক্ষে কালিয়ার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন এসপি প্রবীর কুমার রায়

নড়াইল প্রতিনিধি সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৮:৫৭ পিএম
ছবি: আগামী নিউজ

নড়াইলঃ মা দূর্গা দেবী কখনো আসে ঘোড়ায় চড়ে আবার কখনো আসে অন্য কোন বাহনে চড়ে।

তবে প্রতিবারই মা দূর্গা দেবী স্বর্গ থেকে মর্তে আসেন দেবীর অনুসারীদের তথা হিন্দু সম্প্রদায়ের সকলের মঙ্গলের জন্যই।

আর সর্বশক্তির দেবী মা দুর্গার এবারের আগমন উপলক্ষে নড়াইল জেলায় প্রায় ৬শত পূজা মন্দিরে দূর্গা পূজা পালন করা হবে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নড়াইল জেলার সভাপতি অশোক কুণ্ডু।

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে নড়াইল জেলা পুলিশ।

এরই মধ্য জেলার বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন শেষ করেছেন নড়াইলের পুলিশ প্রধান প্রবির কুমার রায়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কালিয়া উপজেলার কালিয়া থানা ও নড়াগাতি থানার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

এ সময় জেলা পুলিশ প্রধান সকল মন্দিরে নির্বিঘ্নে পূজা উদযাপনের আশ্বাস দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা বিষয়ক আলোচনা করেন।

তিনি বলেন,জেলার সকল মন্দিরে পূজা উদযাপনে আনসার বাহিনী,থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নজরদারী বাড়ানো এবং মন্দির কমিটির সেচ্ছাসেবক দের কার্যক্রম নিয়ে মন্দির কমিটির সাথে আলোচনা ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল)প্রণব কুমার সরকার, কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃরোখসানা খাতুন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। 

উল্লেখ্য,আগামী অক্টোবর মাসের ১১তারিখে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দূর্গাপূজা।