ঘর তোলাকে কেন্দ্র করে

রায়গঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুই পুলিশ আহত

আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২১, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জঃ জেলার রায়গঞ্জে বিবাদমান জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার দুপুরে চান্দু গ্রুপ বিবাদমান জায়গায় ঘর তুলতে নিলে মোবারক গ্রুপের লোকজন বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ব্রক্ষ্মগাছা ইউনিয়নের চরব্রক্ষ্মগাছা গ্রামের মোবারক গ্রুপ ও চান্দু গ্রুপের মাঝে দীর্ঘদিন হলো বিরোধ চলে আসছিলো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে এসআই শফিকুল ইসলাম ও এএসআই আলামিন আহত হন।

রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল দেবনাথ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।