রাজারহাটে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা

আসাদুজ্জামান আসাদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২১, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামঃ জেলার রাজারহাট উপজেলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোকাস গ্রুপের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জলবায়ু পরিবর্তন অনুবিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক (এনএপি) মোঃ মিজানুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।