রাঙ্গামাটিতে স্কুল পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি আগস্ট ৩১, ২০২১, ০৪:২৬ পিএম
ছবি: আগামী নিউজ

রাঙামাটিঃ জেলার নানিয়ারচর উপজেলার দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইসলামপুর এলাকার মোঃ আব্দুল লতিফ এর ছেলে মোঃ হালিম (২৪) নামে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। 

স্থানীয়দের সুত্রে জানা গেছে, সোমবার (৩০ আগস্ট) স্কুলে পড়ুয়া ছাত্রী বাড়িতে একা থাকার খবর পেয়ে মোঃ হালিম ছাত্রীটির বাড়ির উঠানে এসে তার গায়ে জোরপূর্বক হাত দিয়ে জড়িয়ে ধরলে ছাত্রীটির চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, স্কুল ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে মোঃ হালিম (খলিফা)কে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (স/০৩) এর ১০ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।